জানাযা দেয়ার সময় খাটে শুয়ে শুয়ে মৃত্যু ব্যক্তিরা কি বলেন ?
প্রত্যেক প্রাণী মুত্যুর স্বাদ গ্রহণ করবে।
পবিত্র কোরআনের এই আয়াতটিকে খোদ নাস্তিকরাও বিশ্বাস করতে বাধ্য।
পবিত্র কোরআনের এই আয়াতটিকে খোদ নাস্তিকরাও বিশ্বাস করতে বাধ্য।
মানুষ মারা যাওয়ার পরে প্রথম একটি ধাপ হলো মৃত্যু ব্যক্তিকে জানাযা দেয়া।জানাযা দেয়ার সময় যারা জান্নাতে যাবে তারা যেসব কথা বলে তা শুনে অভিভূত হবে সকলেই। অন্যদিকে যারা জাহান্নাতে যাবে তারা যেসব কথা বলেন তা শুনে নিজের আমল-আখলাকের দিকে বিশেষ দৃষ্টি দিতে আগ্রহী হবেন মুমিনরা।
এ বিষয়ে মহানবী (সঃ) এর একটি হাদিস নিচে তুলে ধরা হলো-
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন জানাযা (খাটে) রাখা হয় এবং লোকেরা তা নিজেদের ঘাড়ে উঠিয়ে নেয়, তখন সে সৎ হলে বলে, আমাকে আগে নিয়ে চল।’
আর অসৎ হলে তার পরিবার-পরিজনদের উদ্দেশ্যে বলে, হায় আমার দুর্ভোগ! তোমরা (আমাকে) কোথায় নিয়ে যাচ্ছ?’ মানুষ ছাড়া তার এই আওয়াজ সব জিনিসই শুনতে পায়। যদি মানুষ তা শুনতো, তবে নিশ্চয় বেঁহুশ হয়ে যেত।’’
[বুখারি ১৩১৪, ১৩১৬, ১৩৮০, নাসায়ি ১৯০৯, আহমদ ১০৯৭৯, ১১১৫৮]
সুবহানাল্লাহ।
( শেয়ার করুন,আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে, এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন। ইনশাল্লাহ )
No comments:
Post a Comment